সমুদ্রপাড়ে আসবেন বারবি-কিউ কিংবা ফ্রাই পার্টি হবে না এটাতো ভাবাই যায়না। আপনার হোটেলের সম্মুখে বা অনুষ্ঠানের পাশে বারবি-কিউ এন্ড ফ্রাই পার্টি এক আলাদা ইমেজের সৃষ্টি করে। এখানে যেমন সুস্বাদু তেমনী কম খরচে পাবেন ভেজাল মুক্ত বারবি-কিউ এন্ড ফ্রাই পার্টি। এখানে ইচ্ছা ও রুচিমতো খেতে পারবেন বারবি-কিউ এবং ফিস ফ্রাই। বারবি-কিউ এবং ফিস ফ্রাই এর টেস্টি স্বাদ নিতে আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করুন।