- 16 ডিসে 2025
কুয়াকাটা ভ্রমণ মানেই সূর্যোদয় আর সূর্যাস্ত একসাথে
বাংলাদেশে এমন জায়গা খুব কমই আছে যেখানে একসাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটা সেই ব্যতিক্রমী জায়গাগুলোর একটি। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ভোরের আলো কিংবা সন্ধ্যার লাল আকাশ—দুটোই এখানে উপভোগ করা যায়।
কুয়াকাটা ভ্রমণে গেলে হোটেল এমন জায়গায় নেওয়া ভালো, যেখান থেকে সমুদ্র কাছে থাকে। এতে সকালে বা রাতে সমুদ্রপাড়ে হাঁটার সুযোগ পাওয়া যায়। অনেকে প্রথমবার গিয়ে এই বিষয়টা মিস করেন।
ভালো হোটেল বেছে নিলে কুয়াকাটা ভ্রমণ হয়ে উঠবে আরও আরামদায়ক ও স্মরণীয়।
www.hotelsbookingbd.com –এর মাধ্যমে আপনি কুয়াকাটার বিভিন্ন মানের হোটেল এক জায়গায় দেখতে পারবেন। বাজেট অনুযায়ী বেছে নেওয়া সহজ হয় এবং হঠাৎ গিয়ে হোটেল না পাওয়ার ঝামেলা থাকে না।যেকোনো তথ্য বা বুকিং সহায়তার জন্য সরাসরি যোগাযোগ করা যাবে 📱 01755955121 (WhatsApp Available)