সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস এধরনের ট্যুর করে থাকেন। বাৎসরিকভাবে তারা এধরনের ট্যুরের আয়োজন করে। সাধারণত অফিস কলিগ এবং তাদের পরিবার নিয়ে তারা এসব ট্যুর করে থাকেন। এধরনের ট্যুরের সাথে অনেক সময় ওয়ার্কশপ, ট্রেনিং, মিটিং কিংবা সেমিনার হয়ে থাকে। সাধারণত এ ট্যুরের সাথে থাকা খাওয়া ও সেমিনার যুক্ত। আমারা এ ধরনের ট্যুর আয়োজনের সকল ব্যবস্থা করে থাকি। এসব ট্যুরে নিজেদেরকে পেইন মুক্ত রাখার জন্য এবং পরিবারকে সময় দেয়ার জন্য তারা এ ট্যুর প্যাকেজ নিয়ে থাকেন যার ফলে তাদের বাড়তি কোন ঝামেলা নিতে হয় না। ট্যুর বুকিং করার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে।