কুয়াকাটায় শুধু বিচের সৌন্দার্যই নয় এখানে রয়েছে অনেক আকর্ষনীয় দর্শনীয় জায়গা এসব দর্শনীয় জায়গার মধ্যে রয়েছে , লাল কাঁকড়ার চর, ঝাউ বন, লেমুর বন, গংগামতীর চর, চর বিজয়, ফাৎড়ার চর, বার্মিজ পল্লী, বার্মিজ তাঁত ও বেনারশী পল্লী, বৌদ্ধবিহার বৌদ্ধমন্দির ইত্যাদি। আপনি আলাদাভাবে এসব জায়গায় যেতে চাইলে অনেক সময়ই প্রতারিত হবেন, সঠিক জায়গায় না নিয়ে কাছাকাছি কোথাও ঘুরিয়ে নিয়ে এসে অহেতুক বিল দাবি করবে এসব ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে আমাদের কাছ থেকে লোকাল ট্যুর প্যাকেজ নিতে পারেন। এজন্য আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করুন।